নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ১ অক্টোবর


সরকার আব্দুল্লাহ তুহিন | Published: 2017-09-12 15:56:41 BdST | Updated: 2024-05-14 00:45:56 BdST

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে চারটি ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ১লা অক্টোবর। চলবে ৫ নভেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমানের সভাপতিত্বে উপাচার্যের অফিস কক্ষে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা সূত্রে আরো জানা যায়, ১৯ নভেম্বর ‘ক’ ইউনিট, ২০ নভেম্বর ‘খ’ ইউনিট, ২১ নভেম্বর ‘গ’ ইউনিট এবং ২২ নভেম্বর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতি ইউনিটে আবেদন করতে প্রার্থীদের ৬০০ টাকা করে দিতে হবে। ভর্তি পরীক্ষার অন্যান্য তথ্যাদি পরবর্তীতে বিভিন্ন পত্রিকা ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jkkniu.edu.bd) প্রকাশ করা হবে।

টিআর/ ১২ সেপ্টেম্বর ২০১৭