মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা আল মামুন ও তূর্যের মুক্তি দাবি


Narayanganj | Published: 2019-12-25 10:39:28 BdST | Updated: 2024-05-18 12:20:06 BdST

'মুক্তিযুদ্ধ মঞ্চ’ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল-মামুন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তুর্যে’র নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধ মঞ্চের নেতৃবৃন্দরা।

মঙ্গলবার বিকেলে চাষাড়া শহীদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেছেন নেতৃবৃন্দরা।

বিক্ষোভ সমাবেশে বক্তরা ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল-মামুন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তুর্যে’র নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বলেন, বিগত কয়েকদিন যাবৎ বাংলাদেশ ছাত্র অধিকার সংগ্রম পরিষদ নামের একটি সংগঠন ও তার নেতা নুরুল হক নুর বহিরাগত কিছু ছেলেদের নিয়ে এসে ঢাবির পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। তারা দেশ বিরোধী, সরকার বিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছিল। তখন মুক্তিযুদ্ধ মঞ্চ তার প্রতিবাদে মানববনন্ধ করে। উক্ত মানববন্ধনে নূর ও তার শিবির বাহিনী হামলা করে এবং এতে মুক্তিযুদ্ধ মঞ্চের ৩ জন সদস্য আহত হয়। এ বিষয়ে শাহাবাগ থানায় মামলা করতে গেলে নুর ও তার বাহিনী আবার তাদের উপর চড়াও হয়। তারা বিভিন্ন বহিরাগত ছেলেদের নিয়ে ঢাকসুর বিরুদ্ধে চক্রান্ত করছে। এর প্রতিবাদে গত পরশু ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতৃবৃন্দের সঙ্গে নুরুল হক নুর ও তার সমর্থকদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। যার সম্পূর্ণ দায়ভার বিনাবিচারে দেয়া হয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতৃবৃন্দের উপর।

বক্তারা আরো বলেন, ‘নুরুল হক নুর একজন সিম্প্যাথি সিকার। সে নিজে মেরে নিজেই আহত হয়। নুর যখন রাজপথে কোনো অবস্থান করতে পারেনি তখন সে পরশু’র ঘটনাটিকে একটি নাটকীয় রূপ দিয়ে সিম্প্যাথি সিক করতে এবং নিজেকে হাইলাইট করার জন্য সম্পূর্ণ দায়ভার মুক্তিযুদ্ধ মঞ্চের উপর চাপিয়ে দেয় এবং কোনো তদন্ত ছাড়াই আল মামুন ও ইয়াসির আরাফাত তুর্যকে গ্রেপ্তার করা হয়। আমরা তাদের মুক্তি চাই।’

মুক্তিযুদ্ধ মঞ্চ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি সৈয়দ রনি আলমের সভাপতিত্বে সূচনা বক্তব্য রাখেন মহানগর শাখার সভাপতি সৈকত বাপ্পি। মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক শেখ সুমন ও মুক্তিযুদ্ধ মঞ্চ নারায়ণগঞ্জ মহানগর নেতা গোলাম হায়দার সজীবের সঞ্চালনায় কর্মসূচীতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দিয়েছেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু, সাবেক যুগ্ম সম্পাদক শেখ রায়হান, সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউদ্দিন আহমেদ জিকু, সাবেক কর্ম ও বাস্তবায়ন বিষয়ক সম্পাদক মনির হোসেন, সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক সজিব রায় অভি, সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক ইব্রাহীম, সাবেক উপ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, সাবেক জেলা ছাত্রলীগ নেতা আল আমিন, সাবেক কার্যকরী সদস্য সায়েক শহীদ রেজা, কুতুবপুর ইউনিয়ন যুবলীগ নেতা হাজী শফিকুল ইসলাম শফিক, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনন্দ। এসময় আরো বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ মঞ্চ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আল মামুন কাউসার, সহ-সভাপতি ফরিদ হোসেন ফাহিম, যুগ্ম সম্পাদক ইয়াসিন জামান সৌরভ, সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসেন নাঈম, সাবেক জেলা ছাত্রলীগ নেতা অপু সাহা, মুক্তিযুদ্ধ মঞ্চ সোনারগাঁ থানা শাখার সভাপতি মোঃ সজীব ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোমেনূর রহমান আরিয়ান, মুক্তিযুদ্ধ মঞ্চ নারায়ণগঞ্জ জেলা নেতা পারভেজ আহমেদ রওনক, মোঃ আল আমিন, সোহাগ জয়, ইকরাম হোসেন কেনন, আশাফুল ইসলাম, শেখ হাসনাত, মিলকান, মোঃ আবির, মোঃ আমিন শেখ, রিয়াজ মাহমুদ শাওন, মোঃ রিফাত, রাজু, শান্ত, অপু মাহমুদ, মোঃ রায়হান, শেখ রাসেল জাতীয় শিশুকিশোর পরিষদ ১৫নং ওয়ার্ড সভাপতি রেজাউর রহমান আলিমসহ মুক্তিযুদ্ধ মঞ্চ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দরা।

এদিকে ফেসবুকেও আটক আল মামুন ও ইয়াসিন আরাফাত তূর্যের মুক্তি দাবি করে অনেকেই স্ট্যাটাস দিচ্ছেন। মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাবি শাখার সনেট মাহমুদ তাদের মুক্তির দাবি করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।