উত্তরবঙ্গের শীতার্ত মানুষের পাশে শেকৃবির শিক্ষার্থীরা


Bau | Published: 2019-12-28 04:25:34 BdST | Updated: 2024-05-18 13:12:55 BdST

দেশের উত্তরাঞ্চলের নীলফামারী ও গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলার শীতার্ত মানুষের মাঝে প্রায় সাতশ কম্বল বিতরণ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (২৫ ডিসেম্বর) এই কম্বল বিতরণ শুরু করেন তারা।

জানা গেছে, এই মানবিক কাজে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। নীলফামারীর সদর উপজেলার গোড়্গ্রামে ২৬০টি ও একই জেলার ডিমলা উপজেলায় ৩১০টি কম্বল এবং গাইবান্ধা জেলার সদর উপজেলার সরকারি কলেজ মাঠে ১৫০টি কম্বল বিতরণ করেন শিক্ষার্থীরা।

এ ব্যাপারে কম্বল বিতরণ কর্মসূচির সমন্বয়ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় দস্তগীর জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সকলকে ধন্যবাদ জানাই এমন একটি কাজে সকলে স্বাচ্ছন্দ্যে সহযোগিতা করার জন্য। সবার সহযোগিতা থাকলে এই ধরনের মানবিক কাজ অব্যাহত রাখার কথাও বলেন তিনি। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, প্রশাসনসহ সকলে এগিয়ে আসলে আরও বড় পরিসরে মানবিক কাজে সাধারণ শিক্ষার্থীরা আগ্রহী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।