নির্বাচন পেছানোর দাবিতে অবস্থান কর্মসূচির ডাক


ঢাবি টাইমস | Published: 2020-01-16 05:59:40 BdST | Updated: 2024-05-18 12:20:09 BdST

১৬ জানুয়ারি রাজধানীর সব শিক্ষা প্রতিষ্ঠান ও রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করে শাহবাগ চত্বর ছেড়ে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ৩টার দিকে নতুন এই কর্মসূচি ঘোষণা করে তারা শাহবাগ থেকে চলে যায় তারা।

আগের দিনের ঘোষণা অনুযায়ী বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১২টা থেকে ঢাবি শিক্ষার্থীরা তাদের কর্মসূচী শুরু করে। সরস্বতী পূজা থাকায় ৩০ জানুয়ারি ঢাকা দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে নির্বাচন কমিশন অভিমুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পদযাত্রা শুরু করে। পরে পুলিশের বাধায় শাহবাগ মোড়েই অবস্থান নেয় শিক্ষার্থীরা।

এর আগে, মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহবাগ চত্বর থেকে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের তারিখ পেছাতে নির্বাচন কমিশনকে (ইসি) ১৮ ঘণ্টার আলটিমেটাম দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার মধ্যে ভোটের তারিখ পরিবর্তন করা না হলে তারা ইসি অভিমুখে যাত্রা করবে এবং ইসি ঘেরাও কর্মসূচি পালন করবে। একইসঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টার অভিযোগে ঢাবি শিক্ষার্থীরা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাসহ অন্য নির্বাচন কমিশনারদেরও পদত্যাগ দাবি করে তারা।