আন্দোলনকারীদের আদালতের আদেশ মেনে নেয়ার আহ্বান কাদেরের


Dhaka | Published: 2020-01-16 23:35:58 BdST | Updated: 2024-05-18 14:19:55 BdST

ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচনের তারিখ পেছানোর দাবিতে আন্দোলনরতদের আদালতের রায় মেনে আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই আহ্বান জানান।

আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণি সিটি করপোরেশনে সাধারণ নির্বাচনের দিন সরস্বতী পূজা। নির্বাচনের তারিখ পেছানোর জন্য আদালতে একটি রিটও করা হয়েছিল। আদালত সেটি খারিজ করে দিয়েছেন। এখন তারিখ পেছানোর জন্য আন্দোলন হচ্ছে, আন্দোলনকারীরা শাহবাগ এলাকায় সড়ক অবরোধ করে রাখছেন।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, ‘হাইকোর্ট তো বাংলাদেশের জাতীয় স্বার্থের বাইরে কিছু নিশ্চয়ই ভাববে না। হাইকোর্টে যারা রায় (খারিজের আদেশ) দিয়েছেন তারা তো ভেবেচিন্তেই দিয়েছেন। যেখানে বিষয়টি কোর্ট পর্যন্ত গড়িয়েছে, কোর্টের আদেশ যেটা সেটা তো মেনে চলা উচিত। আমি আন্দোলনকারীদের আহ্বান করব, তারা আন্দোলন থেকে বিরত থাকবেন। আদালতের আদেশ মেনে নিয়ে তারা আন্দোলন থেকে বিরত থাকবেন।’

তিনি বলেন, ‘নির্বাচনটা হোক, সবার এটা প্রত্যাশা, প্রস্তুতি এগিয়ে চলছে। নির্বাচনকে ঘিরে ঢাকার দুই সিটিতে একটা উৎসবমুখর পরিবেশও বিরাজ করছে।’