পূজার দিন নির্বাচন পেছানোর দাবিতে অনশনে অসুস্থ ১২ শিক্ষার্থী


Dhaka | Published: 2020-01-19 01:46:12 BdST | Updated: 2024-05-18 20:40:19 BdST

সরস্বতী পূজার জন্যে আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পেছানোর দাবিতে অনশনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছেন।

আজ (১৮ জানুয়ারি) সকালে আন্দোলনরত শিক্ষার্থী অভিদাশ প্রীতমকে রিকশায় করে হাসপাতালে নিতে দেখা যায়।

আজ (১৮ জানুয়ারি) সকালে আন্দোলনকারীদের একজন জানিয়েছেন, এখন পর্যন্ত অন্তত ১২ জন অসুস্থ হয়েছেন এবং তাদের সবাইকে স্যালাইন দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অনশনরত শিক্ষার্থীরা।

নির্বাচন কমিশনের ঘোষিত ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনে ভোটগ্রহণের দিনক্ষণ নিয়ে ধোঁয়াশা কাটেনি। একই দিন হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা থাকায় নির্বাচনের দিনক্ষণ পেছনোর জোর দাবি উঠেছে।

ভোটগ্রহণের দিনক্ষণ পেছানোর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে তৃতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তাদের কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। আমরণ অনশন কর্মসূচি পালনকালে একাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের চিকিৎসায় শরীরে আইভি ফ্লুইড পুশ করা হচ্ছে।