সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৪


Dhaka | Published: 2020-07-21 08:01:34 BdST | Updated: 2024-05-17 16:04:58 BdST

সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির কদমতলী থানা পুলিশ। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন কদমতলি থানার ওসি জামাল উদ্দিন মীর।

তিনি বলেন, রবিবার সন্ধ্যা থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ প্রতারককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. নজরুল ইসলাম (৫০), মো. মাহাবুবুর রহমান (৬০), মো. আলমগির হোসেন (৩৫) ও মো. সেলিম রেজা (৩৮)।

তাদের কাছ থেকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং বাংলাদেশ সচিবালয়ের নকল নিয়োগ পত্র, প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৪ লাখ ২৫ হাজার টাকার চেক উদ্ধার করা হয়।

সোমবার আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের এক দিনের রিমান্ডে আনা হয়েছে। প্রতারক চক্রটি সরকারি চাকরি প্রদানের নাম করে গ্রামের সহজ সরল, নারী-পুরুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল।

অভিযান পরিচালনাকারী কদমতলি থানার এস আই কবির হোসেন ও এএসআই মো. রমজান আলী জানান, রায়েরবাগ মা হোটেলে অভিযান চালিয়ে প্রতারক নজরুলকে আটক করা হয়। তার দেওয়া তথ্য মতে রাজধানীর তেজগাঁও থেকে মাহাবুবুর, আলমগির ও সেলিমকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা হয়েছে।