কাফরুল থেকে অপহৃত স্কুলছাত্রীকে নবাবগঞ্জ থেকে উদ্ধার


Dhaka | Published: 2020-07-21 23:08:21 BdST | Updated: 2024-05-17 18:17:53 BdST

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাফরুল থানার শেওড়াপাড়া থেকে দশম শ্রেণীতে পড়ুয়া অপহৃত এক স্কুলছাত্রীকে ঢাকা জেলার নবাবপুর থেকে উদ্ধার করেছেন কাফরুল থানা পুলিশ। এসময় অপহরণের অভিযোগে সিফাত (২০) নামের এক তরুকে গ্রেফতার করা হয়।

কাফরুল থানার এসআই মোঃ সোহেল রানা ডিএমপি নিউজকে জানান, সোমবার ভোরে গ্রেফতার সিফাতের গ্রামের বাড়ি নবাবগঞ্জে অভিযান চালিয়ে অপহৃত ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় স্কুলছাত্রীর পিতা কাফরুল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

প্রাপ্ত অভিযোগ অনুসারে, সিফাত নামের তরুন ওই স্কুলছাত্রীকে প্রতিদিন স্কুলে ও কোচিংয়ে যাওয়া আসার পথে বিরক্ত করতেন। তিনি প্রায়ই ছাত্রীর কোচিংয়ে যাওয়ার পথ অবরোধ করে কথা বলার চেষ্টা করতেন কিন্তু মেয়েটি তার কথা শুনতে চাইতেন না। মেয়েটি সারাক্ষণ আতঙ্কে থাকতেন। একপর্যায়ে সিফাতের সব চেষ্টার পরেও মেয়েটি তাকে কিছুতেই পাত্তা দিচ্ছেন না, তখন তিনি মেয়েটিকে অপহরণ করার ফন্দি আঁটেন। পরিকল্পনা অনুযায়ী সিফাত শনিবার মেয়েটিকে অপহরণ করে নবাবগঞ্জে তার গ্রামের বাড়িতে নিয়ে যান।

কাফরুল থানার এসআই মোঃ সোহেল রানা আরো জানান, তিনি ছাত্রীর বাবার লিখিত অভিযোগ পেয়ে এবং থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিমুজ্জানের নির্দেশনায় আধুনিক কলাকৌশল প্রয়োগ করে অভিযুক্ত অপহরণকারীর অবস্থান সনাক্ত করেন। এরপর সঙ্গীয় ফোর্সসহ তিনি অভিযুক্তকে তার নিজ বাড়ি থেকে কৌশলে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

পুলিশের এমন তড়িৎ পদক্ষেপ নেওয়ায় দ্রুততম সময়ে মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে মনে করেন অপহৃত ছাত্রীর বাবা। তিনি কাফরুল থানা পুলিশ তথা ডিএমপিকে ধন্যবাদ জানান ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

(সূত্র: ডিএমপি নিউজ)