মাস্ক নিয়ে প্রশ্ন: আমি ষড়যন্ত্রের শিকার - শারমিন জাহান


Dhaka | Published: 2020-07-23 00:01:56 BdST | Updated: 2024-05-17 17:38:45 BdST

সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মাস্ক সরবরাহ নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযুক্ত অপরাজিতা প্রতিষ্ঠানের শারমিন জাহান বলছেন এটি একটি ষড়যন্ত্র।

 

অভিযোগের বিষয়টিকে ষড়যন্ত্র উল্লেখ করে শারমিন জাহান বলেন , আমি সারাজীবন সততার সাথে জীবনযাপন করে এসছি, এখনো করছি। আমি যে মাস্ক দিয়েছি সেগুলো ডাইজেন থেকে এপ্রুভ করা ছিলো। আমার মাস্ক তারা রিসিভ করে রাখছে। তার দুই দিন পরে সেই মাস্কে সমস্যার কথা বলা হয়েছে। আমি গ্রাহক সন্তুষ্টির কথা বিবেচনা করে তাৎক্ষণিক ভাবে সেই প্রোডাক্ট ফেরত নিয়ে এসেছি।

তিনি বলেন,  আমি বিল সাবমিট করিনি, টাকাও নেইনি। আমাকে শোকজ করা হয়েছে। আমি অলরেডি তার জবাবও দিয়েছি।

তিনি জানান, এই করোনার সময়ে আমি দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। স্বেচ্ছাসেবা দিয়ে যাচ্ছি। কোনদিন টাকার পিছনে ছুটিনি। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে মান সম্মানের সাথে কবর পর্যন্ত যেতে চেয়েছি। সেই আমি কেনো এমন ষড়যন্ত্রের শিকার বুঝতে পারছি না কিছুই। আল্লাহ রাব্বুল সব কিছুর মালিক। তিনি সব জানেন।

শারমিন জাহান বলেন, কয়েকটি অনলাইন পত্রিকায় বিষয়টিকে ভিন্ন ভাবে প্রচার করা হচ্ছে যা একেবারেই অনৈতিক কাজ।