চার বাংলাদেশি ‘লাইকি তারকা’র আইডি বন্ধ


Dhaka | Published: 2020-08-05 05:36:49 BdST | Updated: 2024-05-18 18:27:42 BdST

চার বাংলাদেশি লাইকি তারকার আইডি বন্ধ করে দিয়েছে চীন ভিত্তিক জনপ্রিয় ভিডিও নির্মাণ ও শেয়ারিং অ্যাপ লাইকি । সম্প্রতি তাদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের ভিত্তিতে লাইকি কর্তৃপক্ষ তাদের আইডি বন্ধ করে দেয়।

অভিযুক্তদের মধ্যে আছেন- ইয়াসিন আরাফাত অপু ওরফে অপু ভাই ও প্রিন্স মামুন। সম্প্রতি তাদের বিরুদ্ধে মারপিট, বিশৃঙ্খলা, অশালিন অঙ্গভঙ্গি-সহ বিভিন্ন অভিযোগ উঠেছে।

সর্বশেষ রাস্তা আটকে ভিডিও তৈরির নামে বিশৃঙ্খলা ও মারপিটের ঘটনায় অপুকে গ্রেফতার করা হয়।গ্রেফতার হওয়ার আগে থেকেই সম্প্রতি বিভিন্ন ঘটনায় আলোচনায় আসেন অপু ও মামুন।

মারামারি এবং হিংসাত্মক বিষয় ছড়িয়ে তরুণ সমাজকে বিপথগামী করার অভিযোগে ফেসবুক গ্রুপ ‘সাইবার ৭১’ এর পক্ষ থেকে তাদের বিরুদ্ধে লাইকি কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হয়।আজ (৪ আগস্ট ২০২০) আইডি বন্ধ সংক্রান্ত বিবৃতি দিয়েছে লাইকি কর্তৃপক্ষ।

বন্ধ হওয়া লাইকি আইডিগুলো হলো- Princemamun143, yasin_arafat_opu, 299080061, 326096824।