মিথ্যা অভিযোগ করায় অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ


টাইমস প্রতিবেদক | Published: 2020-08-15 02:47:14 BdST | Updated: 2024-05-06 01:29:08 BdST

সিনিয়র শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

মাদারীপুরের খাসেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ছায়েদুল বাশারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে এই নির্দেশনা দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশে কলেজ পরিদর্শক অধ্যপক ড. মো. হারুন-অর-রশিদ মাদারীপুরের জেলা প্রশাসককে ব্যবস্থা নিতে অনুরোধ জানান।

চিঠিতে জানানো হয়, কলেজটির সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিনিয়র শিক্ষক হারুন-অর-রশিদের বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জাল করে ২০১৮ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ তোলেন বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ছায়েদুল বাশার। তদন্তে অভিযোগ মিথ্যা প্রমাণ হয়। মিথ্যা অভিযোগ দাখিলের জন্য বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয় জেলা প্রশাসককে।