মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন রায়হান কবির


Dhaka | Published: 2020-08-22 08:37:41 BdST | Updated: 2024-05-05 22:03:25 BdST

করোনা পরিস্থিতিতে অভিবাসীদের প্রতি মালয়েশিয়া সরকারের ‘বৈষম্যমূলক’ আচরণ নিয়ে গণমাধ্যমে কথা বলে গ্রেপ্তার হওয়া রায়হান কবির বাংলাদেশে ফিরেছেন।

শুক্রবার স্থানীয় সময় রাত ১১টায় মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে রওনা হন তিনি। বাংলাদেশ সময় রাত আড়াইটায় তাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।শুক্রবার স্থানীয় সময় রাত ১১টায় মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে রওনা হন তিনি। বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে তাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক খায়রুল দিজাইমি দাউদের বরাত দিয়ে দেশটির নিউ স্ট্রেইটস টাইমস জানায়, শুক্রবার স্থানীয় সময় রাত ৯টায় তাঁকে কুয়ালালামপুর বিমানবন্দর আনা হয়। এরপর ঢাকার একটি ফ্লাইটে তাঁকে তুলে দেওয়া হয়।

রায়হান কবির অভিবাসী শ্রমিকদের প্রতি মালয়েশিয়া সরকারের আচরণের সমালোচনা করে আলজাজিরাকে সাক্ষাৎকার দেন। এরপর ২৪ জুলাই তাঁকে গ্রেপ্তার করা হয়।

তবে দেশটির সরকারি কর্মকর্তারা আলজাজিরায় প্রচারিত রায়হানের বক্তব্যকে ‘ভুল, বিভ্রান্তিকর ও অন্যায্য’ বলে দাবি করেন। এ ঘটনায় পুলিশ আলজাজিরার সাংবাদিকদের জিজ্ঞাসাবাদে তলবও করে। এর পরিপ্রেক্ষিতে মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ তোলে, মালয়েশিয়া সরকার গণমাধ্যমের প্রতি দমনমূলক আচরণ করছে।

রায়হানকে নিঃশর্ত মুক্তি দিতে মানবাধিকার সংগঠনগুলোর দাবির পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চায় তাঁর পরিবার।

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান জানান, সবার কাছে শুকরিয়া। কৃতজ্ঞতা। রায়হান এখন আমাদের কাছে। পরিবারের কাছে। সরকার, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, দেশের ১৭ কোটি মানুষ সবার কাছে কৃতজ্ঞতা। রায়হানও আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন।

তবে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, ২৫ বছর বয়সী রায়হানকে বাংলাদেশে ফেরত পাঠানোর পাশাপাশি তাঁকে ‘কালো তালিকাভুক্ত’ করা হবে। এর ফলে তিনি আর মালয়েশিয়ায় ঢুকতে পারবেন না। রায়হানের বাড়ি নারায়ণগঞ্জে।