কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা


Dhaka | Published: 2020-08-28 22:41:59 BdST | Updated: 2024-05-18 16:02:18 BdST

রিকশাচালককে মারধর করায় এর প্রতিবাদ করেছিলেন সোহাগ নামে এক কলেজছাত্র। এজন্য তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর উত্তরখান রাজাবাড়ি খ্রিস্টান পাড়ায় এ ঘটনা ঘটে।

সোহাগ স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। করোনায় এইচএসসি পরীক্ষা না হওয়ায় টঙ্গীতে দুলাভাইয়ের শুঁটকির ব্যবসায় সহযোগিতা করছিলেন সোহাগ।

উত্তরখানের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, রিকশার চাকা থেকে কাদা ছিটকে গায়ে পড়ায় এক রিকশাচালককে বকাঝকা ও মারধর করে দুর্বৃত্তরা। তা দেখে প্রতিবাদ করেন সোহাগ। এতে ক্ষিপ্ত হয়ে একজন সোহাগের নাভির নিচে ছুরিকাঘাত করেন। পরে তাকে উদ্ধার করে উত্তরা নর্দান হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে সোহাগের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষ মরদেহ পুলিশি সহযোগিতায় দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি হেলাল বলেন, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে আমরা তা খতিয়ে দেখছি। আমরা কয়েকজনকে শনাক্ত করে নজরদারিতে রেখেছি।

এ ঘটনায় নিহতের বড় ভাই মেহেদি হাসান কর্তৃক একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।