শতকরা ৮.৩ ভাগ শিক্ষার্থী বিশ্বাস করে ধূমপান করোনা নিয়ন্ত্রণ করে: সিডিসি জরিপ


Dhaka | Published: 2020-08-29 06:41:57 BdST | Updated: 2024-05-18 14:19:43 BdST

শতকরা ৮.৩ ভাগ শিক্ষার্থী বিশ্বাস করেন, ধূমপান কোভিড নাইনটিন অর্থাৎ করোনাভাইরাস নিয়ন্ত্রণ করে। যা খুবই অবাক করা তথ্য। বিজ্ঞান এরকম কোনো ধারণাই এখনো পর্যন্ত দেয়নি বরং বলছ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক।

কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (সিডিসি), ডাইরেক্টর জেনারেল অব হেলথ সার্ভিসের এই ইউনিট পরিসংখ্যানটি প্রকাশ করেছে।

গত বৃহস্পতিবার এই জরিপ প্রকাশিত হয় গত। মার্চ এবং আগস্ট আগস্ট মাসে এ জরিপ চালানো হয়। জরিপের শিরোনাম ছিল অ্যাসেসমেন্ট অফ নলেজ এন্ড প্রিভেনশন এবং মেডিকেল এন্ড মেডিকেল ইউনিভার্সিটি স্টুডেন্ট অব বাংলাদেশ।

১৫২টি মেডিকেল এবং ২৬৭টি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে চালানো হয় এই জরিপ।

জরিপে অংশ নেওয়া ৪.৮% মানুষ জানেন না কোন ধরনের মাস্ক করোনাভাইরাস নিয়ন্ত্রনে উপযোগী।

এদিকে, ৭২ শতাংশ মানুষ করোনা ভাইরাস সম্পর্কে সঠিক তথ্য জানে বলে জরিপটি জানিয়েছে।