জীবন বাঁচাতে দরিদ্র ছাত্রলীগ নেতার অনুদান কামনা


বরিশাল | Published: 2020-08-31 16:05:56 BdST | Updated: 2024-05-04 15:17:22 BdST

পটুয়াখালীর দুমকি সরকারি জনতা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সাগর আহম্মেদ দীর্ঘদিন যাবত কিডনিজনিত সমস্যায় ভুগছেন।

দরিদ্র পরিবারের পক্ষে তার চিকিৎসার খরচ চালানো সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় জীবন বাঁচাতে বিত্তবানদের সহযোগিতা চেয়েছে সাগরের পরিবার।

জানা গেছে, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দিনমজুর মো. জালাল হাওলাদারের ছেলে সাগর। দীর্ঘদিন ধরে ছেলের চিকিৎসা খরচ চালাচ্ছেন তিনি। হয়েছেন ঋণে জর্জরিত। এমন পরিস্থিতিতে ছেলেকে বাঁচাতে সমাজের বিভিন্ন পর্যায়ের প্রতিষ্ঠিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন সাগরের বাবা।

সাগর যুগান্তরকে বলেন, বর্তমানে তিনি ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, জরুরিভিত্তিতে একটি কিডনি সংযোজন করা প্রয়োজন। এতে ন্যূনতম ৭ লাখ টাকা দরকার। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না।

এমনকি কিডনিদাতা পাওয়া গেলেও টাকার অভাবে কিডনি প্রতিস্থাপন ও চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। তাই জীবন বাঁচাতে বিত্তবানদের সহযোগিতা কামনা করছি।

সহযোগিতা করতে যোগাযোগের ঠিকানা- সাগর আহম্মেদ, পিতা মো. জালাল হাওলাদার, গ্রাম-শ্রীরামপুর, ডাকঘর-জামলা, উপজেলা-দুমকি, জেলা-পটুয়াখালী।