ইউএনওদের নিরাপত্তায় সশস্ত্র আনসার মোতায়েনের নির্দেশ


টাইমস ডেস্ক | Published: 2020-09-05 04:45:57 BdST | Updated: 2024-05-18 19:01:00 BdST

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানমের উপর হামলার পর দেশের সব ইউএনওর সার্বক্ষণিক শারীরিক ও বাসভবনের নিরাপত্তায় সশস্ত্র আনসার সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছে সরকার।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালককে (ডিজি) দেওয়া চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. সাহেদ আলী (আনসার ও সীমান্ত) গণমাধ্যমকে বলেন, ইউএনওদের নিরাপত্তায় সশস্ত্র চারজন করে আনসার সদস্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন হলে আরও বাড়ানো হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার পর আনসার ডিজিকে পাঠানো জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক অধিশাখার চিঠিতে আনসার মোতায়েনর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।