জবাবদিহি নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ


টাইমস প্রতিবেদক | Published: 2020-09-17 18:54:45 BdST | Updated: 2024-05-18 11:01:52 BdST

স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একই সঙ্গে দেশের সম্পদ যথাযথ ব্যবহার নিশ্চিত করারও তাগিদ দেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি সচিবালয়ে মন্ত্রিপরিষদ আয়োজিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়ে এসব নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

প্রতিটি মন্ত্রণালয়ে শুদ্ধাচারের বিষয়ে নিজস্ব পরিকল্পনা করে তা বাস্তবায়নের নির্দেশও দেন শেখ হাসিনা। এ সময় দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এ সময় অনুষ্ঠানে শুদ্ধাচারের জন্য পুরস্কারপ্রাপ্তদেরও অভিনন্দন জানান শেখ হাসিনা। এছাড়া দেশের উন্নয়নের সুফল তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে সরকারি কর্মকর্তাদের নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সীমিত সম্পদকে যথাযথ কাজে লাগিয়ে মানুষের ভাগ্য উন্নয়ন নিশ্চিত করতে হবে। কোভিড মোকাবিলায় সরকারি কর্মকর্তাদের ঝুঁকি নিয়ে কাজ করার প্রশংসা করেন দেশের সরকার প্রধান। দুর্যোগ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে বলেও জানান সরকার প্রধান।