মূল্যায়ন হবে আন্তর্জাতিক মানের: শিক্ষা উপমন্ত্রী


Dhaka | Published: 2020-10-07 20:30:29 BdST | Updated: 2024-05-18 15:17:04 BdST

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা সরাসরি গ্রহণ না করা হলেও মূল্যায়ন হবে আন্তর্জাতিক মানের। বুধবার শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এ তথ্য জানান।

তিনি বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি আমরা অনুসরণ করবো।

এর আগে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনায় স্থগিত থাকা এইচএসসি ও সমমানের পরীক্ষা সরাসরি গ্রহণ না করে এসএসসি এবং জেএসসির ফলাফলের গড় ভিত্তিতে মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

উল্লেখ্য, করোনার কারণে গত ১৭ মার্চ থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গত ১ এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরুর কথা ছিল। করোনার কারণে তা স্থগিত করা হয়।