শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি দুই দিন করার প্রস্তাব


Dhaka | Published: 2020-10-09 02:23:24 BdST | Updated: 2024-05-18 17:06:09 BdST

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি দুই দিন করার বিষয়ে আলোচনা চলছে। গত ৬ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বিষয়টি নজরে আনে; যাতে প্রাথমিকভাবে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্মত হয়েছে। তবে বিষয়টি এখনও খসড়া পর্যায়ে; এ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

জানতে চাইলে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘‘আমরা যে নতুন কারিকুলাম করছি, সেখানে সপ্তাহে দুই দিন বন্ধের একটি খসড়া করেছি। সেই খসড়া মন্ত্রী মহোদয় এবং সচিবকে দিয়েছি। খসড়া প্রস্তাবনায় আমরা বলেছি, সপ্তাহে যদি দুই দিন বন্ধ রাখা যায়; তাহলে আমাদের শিক্ষকরা একটু রিল্যাক্স করতে পারেন। ফলে তারা শিক্ষার্থীদের আরও মনোযোগ সহকারে পাঠদান করতে পারবেন। এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।’’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি ছুটি সপ্তাহে দুই দিন শুক্র ও শনিবার। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুধু শুক্রবার। এই ছুটি বাড়াতে প্রস্তাব করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। প্রস্তাবে বলা হয়, ছুটি বাড়ালেও শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে কোনও ক্ষতি হবে না। সাপ্তাহিক এই দুইদিন ছুটির সিদ্ধান্ত ২০২২ সাল থেকে বাস্তবায়নের প্রস্তাব করেছে এনসিটিবি। তবে দুই মন্ত্রণালয় চাইলে যেকোনও সময় এই ছুটির সিদ্ধান্ত বাস্তবায়ন করা যেতে পারে।

বিদ্যমান সাপ্তাহিক ছুটি ও অন্যান্য ছুটি ধরে শিক্ষাপ্রতিষ্ঠানে বছরে ক্লাস চলে ২১৫ দিন। শনিবার সাপ্তাহিক ছুটি ঘোষিত হলে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলবে ১৮৫ দিন। কারণ অনেক শনিবারে সরকারি ছুটি থাকে প্রতিবছর।