কাজী মোতাহার হোসেনের মৃত্যুবার্ষিকী আজ


Dhaka | Published: 2020-10-09 14:37:37 BdST | Updated: 2024-05-18 17:15:56 BdST

পরিসংখ্যান বিভাগ ও পরিসংখ্যান ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা এবং জাতীয় অধ্যাপক কাজী মোতাহার হোসেনের মৃত্যুবার্ষিকী আজ।

এ দেশে সংখ্যাতত্ত্ব পঠন-পাঠনের ক্ষেত্রে তিনিই ১৯৫০ সালে 'ডিজাইন অব এক্সপেরিমেন্টস' বিষয়ে গবেষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। ১৯৫৫ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন কাজী মোতাহার হোসেন। এরপর ১৯৬৪ সালে সংখ্যাতত্ত্ব বিভাগ থেকে অবসর নেন।

১৯৬৯ সালে তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'প্রফেসর ইমেরিটাস' নিযুক্ত করা হয়। ১৯৭৫ সালে তাঁকে বাংলাদেশের জাতীয় অধ্যাপকের মর্যাদা দেয়া হয়।

কাজী মোতাহার হোসেন ১৯৮১ সালের ৯ই অক্টোবর ৮৪ বছর বয়সে ঢাকায় মারা যান। তাঁর জন্ম ১৮৯৭ সালের ৩০ জুলাই কুষ্টিয়ায় মামাবাড়িতে। তাঁর পৈতৃক নিবাস রাজবাড়ীর পাংশা থানার বাগমারা গ্রামে।