সবচেয়ে গরিব মানুষ পটুয়াখালী জেলায়


Dhaka | Published: 2020-10-19 18:52:13 BdST | Updated: 2024-05-05 20:05:10 BdST

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো -বিবিএসের তথ্য বলছে উত্তরাঞ্চল নয় মূলত দেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগে সবচেয়ে বেশি দরিদ্র মানুষের বাস। আর দেশের সবচেয়ে দরিদ্র জেলা পটুয়াখালী।

বাংলাদেশ ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং এবং আইসিডিডিআরবি যৌথভাবে বাংলাদেশের সামাজিক ও স্বাস্থ্যসেবা সূচক নিয়ে একটি জরিপ করেছে। সেখানে এই তথ্য পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সরকার এবং যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি যৌথভাবে এতে অর্থায়ন করেছে। গত বছরের নভেম্বরে প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে । তাতে দেশের দরিদ্র মানুষের অবস্থা বোঝার ক্ষেত্রে পারিবারিক আয় ছাড়াও ঘরের অবস্থা, বিদ্যুৎ সংযোগ আছে কিনা, বাড়িতে টেলিভিশন আছে কিনা এসব বিষয়কে সূচক হিসেবে নেয়া হয়েছে।

জরিপ অনুযায়ী রংপুর বিভাগের অবস্থান সামগ্রিকভাবে বরিশাল বিভাগের দরিদ্র খানা  41 দশমিক 2 শতাংশ, রংপুর বিভাগের 37.8% ময়মনসিং 32.2%, রাজশাহীতে 22 দশমিক 2 শতাংশ, সিলেটে 28 দশমিক 9 শতাংশ, চট্টগ্রামে 18 দশমিক 2 শতাংশ, খুলনায় 14 দশমিক 8 শতাংশ এবং ঢাকা বিভাগের থানা 8.5% ।

জেলাভিত্তিক হিসাবে পটুয়াখালীতে দরিদ্র খানার হার 60 দশমিক 60 শতাংশ। এরপরই রয়েছে কুড়িগ্রাম 59 দশমিক 4 শতাংশ অর্থাৎ এ জরিপ অনুযায়ী দেশের সবচেয়ে গরিব মানুষ বাস করে পটুয়াখালী জেলায়।