কোন কারণে দেরি হলে নভেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে: পিএসসি চেয়ারম্যান

অক্টোবরের শেষ সপ্তাহে ৩৮ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা


চ্যানেল আই অনলাইন | Published: 2017-08-10 22:08:32 BdST | Updated: 2024-05-15 21:20:02 BdST

অক্টোবেরর শেষ সপ্তাহে ৩৮ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান ড. সাদিক খান।

এ বিষয়ে তিনি বলেন, ‘বর্তমানে তিনটি বিসিএস পরীক্ষার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এগুলো হলো- ৩৬, ৩৭ ও ৩৮। এর মধ্যে সেপ্টেম্বরে ৩৬ তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশিত হবে। এর সঙ্গে দ্রুত গতিতে চলছে ৩৭ তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের প্রক্রিয়া। একইসঙ্গে ৩৮ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুুতি চলছে। আর তাই ৩৮ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অক্টোবরের শেষ সপ্তাহে অথবা কোন কারণে দেরি হলে নভেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে।’

পিএসসিতে গিয়ে দেখা যায়, সেখানকার কর্মকর্তা-কর্মচারীরা ৩৬ তম বিসিএসের ফল প্রস্তুতিসহ ৩৮ তম বিসিএসের ফরম পূরণ সংক্রান্ত কাজে ব্যস্ত সময় পার করছেন।

চলতি বছরের ২০ জুন দুই হাজার ২৪টি শূন্য পদের জন্য ৩৮তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে পাবলিক সার্ভিস কমিশন। গত ১০ জুলাই থেকে শুরু হয় আবেদন। চলবে ১০ আগস্ট পর্যন্ত।

 

এমএওএল