৪০তম বিসিএস: ৪ জানুয়ারি থেকে লিখিত পরীক্ষা


Dhaka | Published: 2019-12-11 06:33:02 BdST | Updated: 2024-05-15 00:25:39 BdST

৪০তম বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষা আগামী বছরের ৪ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আ ই ম নেছার উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়ছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার হল, আসন বিন্যাস ও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলি যথাসময়ে জানানো হবে।

এক হাজার ৯০৩টি পদে প্রথম শ্রেণির ক্যাডার পদে নিয়োগ দিতে ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

বিজ্ঞপ্তিতে প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশে ৭২ জনসহ সাধারণ ক্যাডারে ৪৬৫ জন এবং অন্যান্য ক্যাডার মিলিয়ে মোট এক হাজার ৯০৩ জনকে নিয়োগ দেওয়া হবে বলে উল্লেখ করা হয়।

পরে গত ৩ মে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৫ জুলাই এই পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন পরীক্ষার্থী।