ঢাকা কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন কাল


Desk report | Published: 2022-03-02 07:51:36 BdST | Updated: 2024-05-05 17:25:40 BdST

ঢাকা কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামীকাল অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ.টি.এম. মইনুল হোসেন।

তিনি বলেন, বুধবার সকাল ৮টায় ঢাকা কলেজের শহিদ আ.ন.ম নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে একাদশ শ্রেণির নতুন ছাত্রদের ওরিয়েন্টেশন, ‘অসমাপ্ত আত্মজীবনী' বই বিতরণ ও ‘রাজনীতির কবি’ বইয়ের মোড়ক উন্মোচন করা হবে।

অধ্যাপক এ.টি.এম. মইনুল বলেন, এসব কার্যক্রমে ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। নবাগত শিক্ষার্থীদের সকাল পৌনে ৮টার আগেই উপস্থিত থাকতে বলা হয়েছে।

ওরিয়েন্টেশন, বই বিতরণ, মোড়ক উন্মোচন এবং মন্ত্রীর আগমন উপলক্ষে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার। তিনি বলেন, এ বছর একাদশে ১২০০ শিক্ষার্থীকে আমরা ওরিয়েন্টেশন দেব। সব শিক্ষার্থীদের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই তুলে দেওয়া হবে। আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। আশা করছি সুন্দর একটি অনুষ্ঠান করতে পারব।