নবীনবরণে প্রস্তুত ঢাকা কলেজ


Desk report | Published: 2022-03-02 20:11:13 BdST | Updated: 2024-05-05 18:46:12 BdST

ঢাকা কলেজে একাদশ শ্রেণির ২০২১-২২ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন বুধবার (২ মার্চ) অনুষ্ঠিত হবে। সে উপলক্ষে সকাল থেকেই নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো কলেজ।

সকালে সরেজমিন কলেজ ঘুরে দেখা যায়, ওরিয়েন্টেশনে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন নবীন শিক্ষার্থীরা। ক্যাম্পাস সাজানো হয়েছে রঙবেরঙের বেলুন দিয়ে। সম্পন্ন করা হয়েছে সব প্রস্তুতি। কলেজের শহীদ আ. ন. ম নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মাধ্যমে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে নবাগত শিক্ষার্থীদের।

ওরিয়েন্টেশনে ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাে. আবু বকর ছিদ্দীক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।

ওরিয়েন্টেশনে আসা আহসানুল্লাহ ফেরদৌস নামের এক নবীন শিক্ষার্থী বলেন, ঢাকা কলেজে শিক্ষার্থী হওয়া অত্যন্ত গর্বের ও গৌরবের। দীর্ঘদিনের লালিত স্বপ্ন আজ বাস্তবে পরিণত হচ্ছে। খুব আনন্দ লাগছে। অনেক প্রতিযোগিতার পর ঢাকা কলেজে পড়ার সুযোগ হয়েছে।

শাহীন আহমেদ নামের আরেক শিক্ষার্থী বলেন, এই প্রথম বাড়ি থেকে ঢাকায় এলাম। অনেক বড় স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে ঢাকা কলেজে পা রেখেছি। আশা করি সব স্বপ্নপূরণ করেই আবার আদর্শ মানুষ হয়ে ফিরে যেতে পারব।

কলেজ সূত্রে জানা গেছে, এবার ঢাকা কলেজে বিজ্ঞান বিভাগে ৯০০ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ১৫০ জন এবং মানবিক বিভাগে ১৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে।

ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ. টি. এম. মইনুল হোসেন বলেন, একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করে নিতে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নবীন এসব শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়ার পাশাপাশি তাদের হাতে তুলে দেওয়া হবে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই। এটি আমাদের জন্য একটি বড় রেকর্ড বলা যায়। কেননা এমন কাজের ধারাবাহিকতা প্রতিবছর ঢাকা কলেজ ধরে রেখেছে। এটি আমাদের ঐতিহ্যগত প্রথায় পরিণত হয়েছে।