কলেজে ভর্তির চতুর্থ ধাপের নিশ্চায়ন ৭ মার্চের মধ্যে


টাইমস ডেস্ক | Published: 2022-03-05 04:38:41 BdST | Updated: 2024-05-06 00:47:03 BdST

২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে চতুর্থ ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ৭ মার্চের মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে।

বৃহস্পতিবার (৩ মার্চ) ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (রুটিন দায়িত্বে) তপন কুমার সরকারের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে চতুর্থ পর্যায়ে সিলেকশনপ্রাপ্ত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজ কর্তৃক আগামী ৭ মার্চ বিকেল ৫টার মধ্যে নিশ্চায়ন সম্পন্ন করতে হবে। ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে কলেজ প্যানেলে লগইন করে ম্যানুয়েল অনুযায়ী নিশ্চায়ন সম্পন্ন করতে হবে।

আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজ ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিশ্চায়ন সম্পন্ন করতে ব্যর্থ হলে পরর্বতী সময়ে রেজিস্ট্রেশন অথবা অন্য কোনো জটিলতার জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না।