বর্ষবরণে চবিতে বলী খেলায় চ্যাম্পিয়ন মাহমুদুল হাসান


CU Correspondent | Published: 2022-04-15 01:40:09 BdST | Updated: 2024-04-26 16:46:08 BdST

বাংলা বর্ষবরণের অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের অংশগ্রহণে বলী খেলার আয়োজন করে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে খেলাটি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ১৬ জন বলী অংশগ্রহণ করেন।

আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। এসময় উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান ও প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বলী খেলায় চ্যাম্পিয়ন হন স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান ও রানারআপ হন একই বিভাগের শিক্ষার্থী হিব্বান মুরাবী।

চবি বাংলা নববর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব ড. শহীদুল ইসলাম বলেন, বলী খেলা বাঙালির প্রাণের উৎসব। এটি বাংলার চিরায়ত লোক ঐতিহ্য। বর্ষবরণে নানা আয়োজনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বলী খেলা বাড়তি আমেজ তৈরি করেছে। খেলা ছাড়াও আমরা শোভাযাত্রা, বউচি খেলা, মোরগ লাড়াই ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি।