চবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে খাবারের দাম বৃদ্ধি প্রত্যাহার


CU Correspondent | Published: 2023-03-25 17:42:42 BdST | Updated: 2024-04-26 08:44:24 BdST

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ডাইনিংয়ে খাবারের দাম ১০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন। শুক্রবার (২৪ মার্চ) রাতে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত বৃহস্পতিবার প্রতিটি হল থেকে বিজ্ঞপ্তি দিয়ে খাবারের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছিল। যেখানে খাবারের দাম ১০ টাকা বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করে হল প্রশাসন। পাশাপাশি সেহরির খাবারের দাম ধরা হয় ৬০ টাকা যা আগে ছিল ৫০ টাকা। এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হন শিক্ষার্থীরা।

 

দাম বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার (২৪ মার্চ) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে প্রক্টর বরাবর স্মারকলিপিও জমা দেন তারা। শিক্ষার্থীদের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে এদিন রাতে প্রশাসনের জরুরি বৈঠক বসে। সেখানে খাবারের দাম আগের মতো রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

সহকারী প্রক্টর সৌরভ সাহা জয় বলেন, এখন থেকে আগের দামেই সেহেরি এবং রাতের খাবার পাওয়া যাবে। ২৫ টাকায় রাতের খাবার এবং ৫০ টাকায় সেহরির খাবার খেতে পারবেন শিক্ষার্থীরা। তাদের কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করি সবাই এক্ষেত্রে সহায়তা করবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চবিতে মোট হল রয়েছে ১৪টি। এর মধ্যে ৩টি হল উদ্বোধনের অপেক্ষায় আছে। বাকি ১১টি হলে কয়েক হাজার শিক্ষার্থী থাকেন। যাদের খাবারের জন্য একমাত্র ভরসা বিশ্ববিদ্যালয়ের ডাইনিং। চবির এসব আবাসিক হলে খাবারের দাম কয়েক দফায় বৃদ্ধি পেলেও বাড়েনি খাবারের মান। ২০২১ সালে খাবারের দাম ২০ টাকা থেকে ৫ টাকা বৃদ্ধি করা হয়। শিক্ষার্থীরা তখন প্রতিবাদ করলে বলা হয় খাবারের মান বাড়ানো হবে। কিন্তু খাবারের মান বৃদ্ধির কোন কার্যক্রম এখনো পরিলক্ষিত হয়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের। মাছ ও মাংসের ছোট টুকরো, পাতলা ডাল দেওয়ার পরেও পকেটের দিকে তাকিয়ে অধিকাংশ শিক্ষার্থী ডাইনিং এ খাবার খেতে বাধ্য হন।

 

অন্যদিকে ডাইনিং ম্যানেজারদের দাবি, শিক্ষার্থীদের জন্য সীমিত মূল্যে খাবারের ব্যবস্থা করতে গিয়ে স্টাফদের বেতন, ডাইনিং সামগ্রী, গ্যাস-বিদ্যুৎ বিল ভর্তুকি হিসেবে কর্তৃপক্ষকে বহন করতে হয়। বাজারে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় হল প্রভোস্টদের কাছে কয়েকবার তারা খাবারের দাম বৃদ্ধির দাবি জানান। তাদের দাবির পরিপ্রেক্ষিতে হলে খাবারের দাম বাড়ানো হয়।