বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা ঢাবির ৮০ শিক্ষক-শিক্ষার্থী


DU Correspondent | Published: 2023-10-06 10:24:37 BdST | Updated: 2024-05-18 10:51:40 BdST

বৈরী আবহাওয়ার কারণে শিক্ষা সফরে সেন্টমার্টিন গিয়ে আটকা পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের ৩ জন শিক্ষক ও ৪র্থ বর্ষের ৭৭ জন শিক্ষার্থী। এরই মধ্যে একজন শিক্ষক ও কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার বণিক।

গতকাল বুধবার (৪ অক্টোবর) সেন্টমার্টিন থেকে কক্সবাজার আসার কথা থাকলেও আবহাওয়া খারাপ থাকায় তারা আসতে পারেননি। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থীরা সেন্টমার্টিনেই অবস্থান করছেন।

খোঁজ নিয়ে জানা যায়, গত সোমবার (২ সেপ্টেম্বর) রাতে ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সুরমা জাকারিয়া, সহকারী অধ্যাপক সজীব কুমার বণিক ও হাবিবউল্লাহ মিলনের তত্ত্বাবধানে ৭৭ জন শিক্ষার্থী কক্সবাজার ও সেন্টমার্টিনে শিক্ষা সফরে যান। ৩ সেপ্টেম্বর তারা সেন্টমার্টিনে পৌঁছান। কিন্তু সাগর উত্তাল থাকায় জাহাজ চলাচল বন্ধ রয়েছে। তাই তারা ফিরতে পারেননি।

সেন্টমার্টিনে আটকা জবির ৪০ শিক্ষক-শিক্ষার্থী
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, সেখানে আবাসন সংকট তীব্র আকার ধারণ করেছে। বর্তমানে ৯টি কক্ষে ৮০ জন শিক্ষক-শিক্ষার্থী অবস্থান করছেন। কবে ফিরতে পারবেন সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার বণিক বলেন, গতকাল আমাদের কক্সবাজার যাওয়ার কথা থাকলেও আবহাওয়া খারাপ থাকায় কোনো জাহাজ ছাড়েনি। ৩ নম্বর সতর্ক সংকেত না কমলে জাহাজ ছাড়বে না। আমরা ছাড়াও আরও অন্তত ৩০০ পর্যটক এখানে আটকা পড়েছেন। ফলে আবাসন সংকট রয়েছে। আমাদের বাজেট সীমিত তাই বেশি দিন থাকা শিক্ষার্থীদের জন্য কষ্টকর হবে। তাদের পরিবারের সদস্যরা আমাদের ফোন দিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা নিজেদের পরিজনের নিরাপত্তা নিয়ে চিন্তিত।

কেউ অসুস্থ হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানকার খাবারের সঙ্গে মানিয়ে নিতে না পারায় একজন শিক্ষক ও কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তবে সেটা গুরুতর নয়।