ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের সমর্থনে মিছিল


DU Correspondent | Published: 2023-10-09 16:17:25 BdST | Updated: 2024-05-18 12:20:01 BdST

ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনায় ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলবিরোধী মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সংহতি সমাবেশের পর বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করেন তারা।

সংহতি সমাবেশে শিক্ষার্থীদের হাতে শোভা পায় 'ফ্রি ফেলেস্টাইন' লেখা সম্বলিত বিভিন্ন ধরনের প্লেকার্ড। এসময় তারা 'ইজরায়েল টেরোরিস্ট', 'বয়কট ইসরায়েল', 'ইন্তিফাদা', 'লাব্বাইক ইয়া আকসা'সহ নানা স্লোগান দেন।

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এই সংহতি সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাখাওয়াত জাকারিয়া বলেন, দীর্ঘদিন ধরে ইসরায়েল অবৈধভাবে ফিলিস্তিনের সাধারণ জনগণকে নির্যাতন করা হচ্ছে। শাহবাগীরা ইসরায়েলে রকেট হামলা নিয়ে সমালোচনা করে, কিন্তু ইসরায়েল যখন হামলা করে তখন তারা আওয়াজ তুলে না। নোয়াম চমস্কির ভাষায় বলতে চাই- আমাদের ওপর করা অত্যাচার থেকে মুক্তির জন্য রকেট হামলা করেছি। বাংলাদেশের সাধারণ মানুষ সবসময় ইসরায়েলের বিরুদ্ধে এবং মজলুম ফিলিস্তিনের পক্ষে থাকবে।

এসময় তিনি সরকারের কাছে বাংলাদেশের পাসপোর্টে 'এক্সেপ্ট ইসরায়েল' লেখাটি পুনর্বহালের অনুরোধ জানান।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা ফিলিস্তিনের আল আকসার প্রতি সংহতি জ্ঞাপন করছি। ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব ঠিকিয়ে রাখতে পারবে না।

শিক্ষার্থী জামাল উদ্দিন খালিদ বলেন, ফিলিস্তিনের এই লড়াই নতুন নয়। আমরা স্বাধীনতার পূর্ব অত্যাচারের সময়টি পার করে এসেছি। ফিলিস্তিনিরা এখন এই ক্রান্তিলগ্ন অতিক্রম করছে। বাংলাদেশ সরকারের উচিত ছিল সবার আগে সংহতি প্রকাশ করা। এক শ্রেণির লোক আছে যারা প্রশ্ন তুলে- কে আগে হামলা করেছে। আমাদের দেশেও এই শ্রেণির লোক রয়েছে। অথচ তারা ফিলিস্তিনের মসজিদ, হাসপাতাল, সাধারণ বসতির ওপর হামলা করলে তারা কোনো প্রতিবাদ করে না।