ঢাবিতে পর্দা নামল ১৭তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসবের


DU Correspondent | Published: 2023-10-10 20:43:16 BdST | Updated: 2024-05-18 14:27:52 BdST

অবশেষে পর্দা নামল ১৭তম ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসবের। এতে ১৫ জন তরুণ নির্দেশককে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের পর্দা নামে। শেষ দিনে জাদিদ ইমতিয়াজ আহমেদের নির্দেশনায় আব্দুল্লাহ আল মামুনের কোকিলারা নাটকটি ফের মঞ্চায়ন করা হয়।

এ বছর সম্মাননা পেয়েছেন ডাকঘর নাটকের নির্দেশক ইফতি শাহরিয়ার রাইয়ান, সংবাদ কার্টুন নাটকের নির্দেশক রিফাত জাহান শাওন, মরণ বিলাস নাটকের নির্দেশক রিফাত করবী, মহাবিদ্যা নাটকের নির্দেশক মুজাহিদুল ইসলাম রিফাত, চণ্ডালিকা নাটকের নির্দেশক রিজভী সুলতানা, ঈর্ষা নাটকের নির্দেশক তাহিয়া তাসনীম ও বৈদেহী নাটকের নির্দেশক মৌমিতা সরকার।

আরও সম্মাননা পেয়েছেন কমলাকান্তের জবানবন্দি নাটকের নির্দেশক মিরহাজুল শিবলী, কোকিলারা নাটকের নির্দেশক জাদিদ ইমতিয়াজ আহমেদ, মেঘ নাটকের নির্দেশক তরিকুল সর্দার, নেমেসিস নাটকের নির্দেশক সালমান নূর, সত্যান্বেষী নাটকের নির্দেশক প্রাণ কৃষ্ণ বনিক, স্ত্রীর পত্র নাটকের নির্দেশক এস এ তানভীর, অহরকন্ডল নাটকের নির্দেশক দেবলীনা চন্দ দৈবী ও দন্ডকারণ্য নাটকের নির্দেশক জয়া কস্তা।

এতে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারপার্সন কাজী তামান্না হক সিগমা। সঞ্চালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক আশিকুর রহমান লিয়ন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভিনেত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফেরদৌসী মজুমদার, নির্দেশক রামেন্দু মজুমদার ও শিশু অ্যাকাডেমির মহাপরিচালক আনজীর লিটন।

উল্লেখ্য, প্রতিবছর থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের স্নাতক সমাপনী বর্ষের শিক্ষার্থীদের নাট্য নির্দেশনা কোর্সের পরীক্ষা হিসেবে প্রতিটি শিক্ষার্থী একটি করে নাটক নির্দেশনা দিয়ে থাকেন।