ঢাবি থেকে সংসদ সদস্য ৬৭ জন


DU Correspondent | Published: 2024-01-12 11:39:52 BdST | Updated: 2024-05-02 18:05:34 BdST

৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৭ জন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাবেক শিক্ষার্থী সংসদ সদস্য হয়েছেন। ‘দ্যা এক্সিলেন্স অব ঢাকা ইউনিভার্সিটি’ বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি ফেসবুক পেজ এ তালিকা প্রকাশ করে। নির্বাচিত সংসদ সদস্যদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন।

৬৭ জন এমপির মধ্যে আইন বিভাগ থেকে সর্বোচ্চ ১১ জন, অর্থনীতি বিভাগ থেকে ৮ জন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৬ জন, মার্কেটিং বিভাগের ৫ জন, ইংরেজি বিভাগের ৪ জন সাবেক শিক্ষার্থী রয়েছেন।

জানতে চাইলে ঢাবি শিক্ষার্থী বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় নেতৃত্বের অগ্রভাগে রয়েছে। সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক ত্যাগ স্বীকার করেছেন। শুধু সংসদ সদস্য নয় আরো বিভিন্ন জনকল্যাণমূলক কাজে জড়িত ঢাবি শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় অগ্রজদের সফলতায় আমরা খুশি।

আইন বিভাগ থেকে নির্বাচিত সাংসদরা হলেন, চাঁদপুর- ১ আসনে সেলিম মাহমুদ; হবিগঞ্জ- ২ আসনে ময়েজ উদ্দিন শরীফ রুয়েল; কিশোরগঞ্জ- ৩ আসনে মুজিবুল হক চুন্নু; কুড়িগ্রাম-৪ আসনে মো. বিপ্লব হোসেন পলাশ; নীলফামারী- ২ আসনে আসাদুজ্জামান নূর; রংপুর- ৬ ড. শিরিন শারমিন চৌধুরী, মেহেরপুর- ১ আসনে ফরহাদ হোসেন দোদুল, (এমএ), পঞ্চগড়- ২ আসনে মো. নুরুল ইসলাম সুজন কুমিল্লা-১০ আসনে আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল (এলএলবি), পিরোজপুর-১ আসনে এস এম রেজাউল করিম,ফরিদপুর ১ আসনে আবদুর রহমান।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নির্বাচিত সংসদ সদস্যরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া- ৩ আসনে আর এ এম ওবায়দুল মোকতাদির চৌধুরী, গাজীপুর- ৪ আসনে সিমিন হোসেন রিমি, জামালপুর-৫ আসনে আবুল কালাম আজাদ, নারায়ণগঞ্জ-৪ আসনে শামীম ওসমান; নরসিংদী-৪ আসনে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন; নোয়াখালী- ৫ আসনে ওবায়দুল কাদের।

অর্থনীতি বিভাগ থেকে নির্বাচিত সংসদ সদস্যরা হলেন, বরিশাল ২ আসনে রাশেদ খান মেনন, চাঁদপুর- ৫ আসনে মেজর রফিকুল ইসলাম, বীর উত্তম, চট্টগ্রাম- ৫ আসনে আনিসুল ইসলাম মাহমুদ; কক্সবাজার-১ আসনে সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, বীর প্রতীক; ঢাকা- ৩ আসনে নসরুল হামিদ বিপু ; দিনাজপুর- ৪ আসনে আবুল হাসান মাহমুদ আলী, সুনামগঞ্জ- ৩ আসনে মুহাম্মদ আব্দুল মান্নান, সিলেট- ১ আসনে আব্দুল কালাম আব্দুল মোমেন।

মার্কেটিং বিভাগের সংসদ সদস্যরা হলেন, চট্টগ্রাম-৩ আসনে মাহফুজুর রহমান মিতা; কুমিল্লা- ৮ আসনে এ.জেড.এম. শফিউদ্দিন আলম শামীম; হবিগঞ্জ- ৪ আসনে সৈয়দ সায়েদুল হক সুমন; মুন্সিগঞ্জ- ৩ আসনে হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব; রাজবাড়ী- ১ আসনে কাজী কেরামত আলী।

ইংরেজি বিভাগের সংসদ সদস্যরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া- ৪ আসনে আনিসুল হক, মানিকগঞ্জ- ৩ আসনে জাহিদ মালেক স্বপন; নরসিংদী- ১ আসনে মোহাম্মদ নজরুল ইসলাম, বীর প্রতীক; রাঙ্গামাটি দীপঙ্কর তালুকদার; মেহেরপুর- ১ আসনে ফরহাদ হোসেন দোদুল ইংরেজি (বিএ)।

বাংলা বিভাগ থেকে গোপালগঞ্জ- ৩ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলা; সুনামগঞ্জ- ৪ আসনে মোহাম্মদ সাদিক বাংলা; চাঁদপুর-৪ আসনে মুহাম্মদ শফিকুর রহমান, (বাংলা (এম এ); সাংসদ হিসেবে নির্বাচিত হন।

ভূগোল ও পরিবেশ বিজ্ঞান থেকে নির্বাচিত সংসদ সদস্যরা হলেন, বাগেরহাট-৪ আসনে এইচ এম বদিউজ্জামান সোহাগ, মুন্সিগঞ্জ-২ আসনে শাগুফতা ইয়াসমিন এমিলি, সিলেট-৪ আসনে ইমরান আহমেদ।

অন্যান্য বিভাগ থেকে নির্বাচিত সংসদ সদস্যরা হলেন, কিশোরগঞ্জ- ৬ আসনে নাজমুল হাসান পাপন, লোক প্রশাসন (বিএসএস) আইবিএ (এমএসসি); পঞ্চগড়- ২ আসনে মো. নুরুল ইসলাম সুজন, প্রাণিবিদ্যা (বিএসসি, এমএসসি), ব্রাহ্মণবাড়িয়া-২ আলহাজ মঈন উদ্দিন মঈন, অ্যাকাউন্টিং; কুমিল্লা-১০ আসনে আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল অ্যাকাউন্টিং; শেরপুর- ২ আসনে মতিয়া চৌধুরী বায়োলজি (এমএসসি); জামালপুর-৪ আসনে আব্দুর রশিদ, রসায়ন; পাবনা-২ আসনে আহমেদ ফিরোজ কবির ফিন্যান্স (Mcom); দিনাজপুর- ৩ আসনে ইকবালুর রহিম, ইতিহাস; রাজশাহী- ৬ আসনে শাহরিয়ার আলম, আইবিএ (এমবিএ);

পাবনা- ৫ আসনে গোলাম ফারুক খন্দকার প্রিন্স, আন্তর্জাতিক সম্পর্ক’; কুষ্টিয়া-৩ আসনে মাহবুবুল আলম হানিফ, ম্যানেজমেন্ট; গাজীপুর- ৫ আসনে আখতারুজ্জামান, গণযোগাযোগ ও সাংবাদিকতা; ঢাকা- ১০ আসনে ফেরদৌস আহমেদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা; বরিশাল- ৪ আসনে পঙ্কজ নাথ, গণিত; বাগেরহাট- ৩ আসনে হাবিবুন নাহার, গণিত (মাস্টার্স); ঝিনাইদহ-২ আসনে নাসের শাহরিয়ার জাহেদি মহুল, ফার্মেসি; ফরিদপুর- ৩ আসনে আব্দুল কাদের আজাদ, পদার্থ বিজ্ঞান; ঢাকা-১ আসনে সালমান এফ রহমান, পদার্থ বিজ্ঞান; গাইবান্ধা- ৫ আসনে মাহমুদ হাসান রিপন, সমাজবিজ্ঞান; ভোলা- ১ আসনে তোফায়েল আহমেদ, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান, গোপালগঞ্জ- ২ আসনে শেখ ফজলুল করিম সেলিম, পরিসংখ্যান; ঢাকা-১২ আসনে আসাদুজ্জামান খান কামাল; ঢাকা- ১৯ আসনে মোহাম্মদ সাইফুল ইসলাম; দিনাজপুর- ২ আসনে খালিদ মাহমুদ চৌধুরী; গাজীপুর-১ আসনে আ ক ম মোজাম্মেল হক; ঝালকাঠি- ১ আসনে শাহজাহান ওমর; নারায়ণগঞ্জ-১ আসনে গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক; শরীয়তপুর-১ আসনে ইকবাল হোসেন অপু।