প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশকে ঋণ দিতে চায় বিশ্বব্যাংক


টাইমস প্রতিবেদক | Published: 2017-08-18 16:03:50 BdST | Updated: 2024-05-17 07:25:03 BdST

বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বিশেষ তহবিল হিসেবে বাংলাদেশকে আড়াই হাজার কোটি টাকা ঋণ দেয়ার প্রস্তাব দিয়েছে বিশ্বব্যাংক। তিন বছর মেয়াদী এ ঋণ চুক্তি হলে দ্রুত অর্থছাড় পাওয়া যাবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠান। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর একে ইতিবাচক মনে করলেও অর্থনীতিবিদরা বলছেন, এ প্রস্তাব সুবিধাজনক নয়। দুর্যোগ মোকাবেলায় অর্থসাহায্য কিংবা বিনাসুদে দীর্ঘমেয়াদী ঋণ নেয়ার পরামর্শ দিয়েছেন তারা। খবর সময় সংবাদের।

ভৌগলিক অবস্থানের কারণে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ আছে প্রথম সারিতে। প্রতিবছরই ঝড়, জলোচ্ছাস, বন্যার মত প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে এদেশে। চলতি বছর মার্চের শেষদিকে পাহাড়ী ঢলে সুনামগঞ্জের হাওরাঞ্চলে বন্যার শুরু। এরপর, এখন পর্যন্ত উজানের ঢল ও ভারি বর্ষণে বন্যার কবলে পড়েছে দেশের ২০ টির বেশি জেলা। কয়েক লাখ হেক্টর জমির ফসল নষ্ট হওয়ার পাশাপাশি বাধঁ, রাস্তাঘাট ভেঙ্গে বড় অংকের ক্ষতির মুখে দেশ। এঅবস্থায় যখন বন্যার ভয়াবহতা স্মরণকালের মধ্যে সবচে বেশি হওয়ার আশংকা করা হচ্ছে, জিএফএক্স।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বিশ্বব্যাংকের এ প্রস্তাবের বিষয়ে অর্থমন্ত্রনালয়, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়সহ সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মতামত চাইবেন বলে জানা গেছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক এপ্রস্তাবকে ইতিবাচক ভাবে দেখলেও অর্থনীতিবদদের মত ভিন্ন।

এশীয় উন্নয়ন ব্যাংকের তথ্যমতে প্রাকৃতিক দুর্যোগে প্রতিবছর ২৫ হাজার কোটি টাকারও বেশি ক্ষতি হয় বাংলাদেশের।

জেএস/ ১৮ আগস্ট ২০১৭