সিনিয়র সচিবের মর্যাদা পেলেন বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াত


Dhaka | Published: 2020-09-10 03:08:15 BdST | Updated: 2024-05-17 07:24:48 BdST

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিয়েছে সরকার।

বুধবার (৯ সেপ্টেম্বর) এ মর্যাদা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান থাকাকালীন শিবলী রুবাইয়াক-উল-ইসলামকে সিনিয়র সচিবের পদমর্যাদা দেয়া হলো।

প্রশাসনে সিনিয়র সচিবদের পদমর্যাদা মন্ত্রিপরিষদ সচিব ও সচিবদের মাঝামাঝি। বিএসইসির আগের চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেনকেও সিনিয়র সচিবের পদমর্যাদা দেয়া হয়েছিল।

উল্লেখ্য, গত ১৭ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন ও ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। চার বছরের জন্য তিনি এ নিয়োগ পেয়েছেন।