মা-সন্তানের বন্ধন নিয়ে ফিচার ফিল্ম ‘প্রতিগ্রহ’


সরকার আব্দুল্লাহ তুহিন | Published: 2017-08-23 01:21:16 BdST | Updated: 2024-05-16 09:33:49 BdST

সম্প্রতি বাংলাদেশের মনোরম লোকেশানে নির্মিত হলো ফিচার ফিল্ম ‘প্রতিগ্রহ’। ভারতের এপি গয়াল শিমলা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম এ্যান্ড মাস কমিউনিকেশন বিভাগের নিবিড় সহযোগীতা ও ফা ফিল্ম প্রোডাকশন হাউসের ব্যানারে নির্মিত এ চলচ্চিত্রের মূলভাবনা ও গল্প লিখেছেন তরু শাহরিয়ার স্বর্গ। চলচ্চিত্রটির চিত্রনাট্য, সংলাপ রচনা ও নির্দেশনা দিয়েছেন নতুন প্রজন্মের প্রতিশ্রুতিশীল নির্মাতা হাসনাত জোবায়ের।

চলচ্চিত্রটির গল্প আবর্তিত হয়েছে মা আর সন্তানের পরম মমতাময় ও অপত্য স্নেহের বন্ধনকে ঘিরে। পিতৃহীন সন্তানের প্রতি কর্মজীবী মায়ের সর্বোচ্চ আত্মত্যাগের কথা সেলুলয়েডের ফিতায় চিত্রিত হয়েছে।

এ চলচ্চিত্রের মুখ্য অভিনেতা তরু তার অনুভূতি সম্পর্কে একান্ত আলাপচারিতায় ক্যাম্পাস টাইমস’কে জানান, “প্রতিগ্রহ চলচ্চিত্রে আমি আবীর চরিত্রটিকে যথাযথভাবে গড়ে তুলতে হোম ওয়ার্ক করেছি, আশা করি দর্শকরা নিরাশ হবেন না। আমার একাডেমিক অভিনয় শিক্ষাকে কাজে লাগানোর চেষ্টা করেছি, সবার কাছে আশির্বাদ কামনা করছি”।

চলচ্চিত্রের নির্মাতা হাসনাত জোবায়ের ক্যাম্পাস টাইমস’কে তাঁর স্বপ্নের কথা জানান। তিনি বলেন, “এটি আমার নির্মিত প্রথম ফিচার ফিল্ম, আন্তজাতিক পরিসরে বাংলা চলচ্চিত্রকে নিয়ে যেতে আমার এ শ্রম তখনই সার্থক হবে যদি দর্শক এটিকে পছন্দ করেন”।

উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের যৌথ এ প্রয়াসটি আসন্ন সেপ্টেম্বরে ভারতে তৃতীয় আন্তর্জাতিক চলচিত্র উৎসব শিমলা’য় বিদেশি ভাষার চলচিত্র হিসেবে প্রদর্শনের মাধ্যমে শুভ মুক্তি ঘটবে।

এছাড়াও পাঞ্জাবের লাভলী প্রফেশনাল বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে চলচিত্রটি প্রদর্শিত হবে। চলচিত্রসূত্র জানায়, চলচিত্রটি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও প্রদর্শিত হবে। ভারত, বাংলাদেশ ছাড়াও কানাডাতে এ চলচ্চিত্রের একাধিক প্রদর্শনের কথা চূড়ান্ত হয়েছে।

চলচ্চিত্রটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তরু শাহরিয়ার স্বর্গ, শেখ নীলা, মনিরুজ্জামান, দিয়া প্রমুখ।

টিআর/ ২২ আগস্ট ২০১৭