কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হচ্ছে ‘বঙ্গবন্ধু চেয়ার’


টাইমস প্রতিবেদক | Published: 2017-09-19 23:00:58 BdST | Updated: 2024-05-18 13:23:29 BdST

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে সম্মানসূচক ‘বঙ্গবন্ধু চেয়ার’ করার প্রস্তাব করা হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস এ প্রস্তাব করেন। বাংলাদেশের সঙ্গে যৌথ এক সভায় তিনি এ কথা বলেন।

কলকাতার ভারতীয় কাউন্সিল অব কালচারাল রিলেশন্সে (আইসিসিআর) আয়োজিত ‘বাংলাদেশ টুডে’ নামক এক সভায় উপাচার্য সুরঞ্জন দাস বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে শিক্ষাকে অনেক দূর এগিয়ে নিয়েছেন। ফলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাঙ্গনে বঙ্গবন্ধুর নামে একটি চেয়ার রাখা হোক, সেটাই চাই আমরা।’

উপাচার্য বলেন, ‘নিজের সংস্কৃতি, বিশেষ করে, আমাদের ভারতবর্ষে আজকের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমাদের বহুত্ববাদের সংস্কৃতি, সহনশীলতার সংস্কৃতি, যা বাংলাদেশেরও সংস্কৃতি। নারী স্বাধীনতা, নারীশক্তি বৃদ্ধি করা এ জন্যই বাংলাদেশের একজন মানুষ নোবেল বিজয়ী হয়েছেন। আমরা বাংলাদেশের এই উন্নতির স্বপ্ন দেখেছিলেন যিনি, সেই বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চেয়ার রাখতে ইচ্ছুক।’

আলোচনা সভায় উপস্থিত ছিলেন কলকায় অবস্থিত বাংলাদেশের উপদূতাবাসের উপরাষ্ট্রদূত তৌফিক হাসান। তিনি বলেন, ‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি কোলাবেরশন করা হয়েছে। বাংলাদেশ এখন অর্থনীতি, শিক্ষা ও ব্যবসাসহ বিভিন্ন দিক থেকে সফল। বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তি যুদ্ধের পর যেভাবে গড়ে উঠেছে, আজ তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলা হয়ে উঠেছে।’ খবর এনটিভি অনলাইন।

এমএস/ ১৯ সেপ্টেম্বর ২০১৭