ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়ায় ঢাবি শিক্ষার্থী আটক


টাইমস প্রতিবেদক | Published: 2018-08-10 13:19:55 BdST | Updated: 2024-05-03 03:02:53 BdST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার বিরোধী পোস্ট করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটককৃত শিক্ষার্থীর নাম রাফসান আহমেদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রাব্বানী সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (০৯ আগস্ট) বিকালে থানায় সোপর্দ করা হয় তাকে।

জানা যায়, রাফসান আহমেদ তার ফেসবুকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে একটি স্টাট্যাস দেন। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি মোখলেসুর রহমান মুকুল বিষয়টি জানতে পেরে ওই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করেন। প্রমাণ পাওয়ায় তাকে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। পরে প্রক্টরিয়াল টিমের মাধ্যমে অভিযুক্ত ওই শিক্ষার্থীকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

রাফসান তার ফেসবুকে লিখেছেন, ‘৭৫ এর ১৫ আগস্ট প্রয়োজন আবার। নাইলে যে আজীবন খেসারত দিবে এই জাতি। হায়েনাই ছেয়ে গেছে প্রিয় মাতৃভূমি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী বলেন, ওই ছাত্র ফেসবুকে রাষ্ট্র এবং সরকার বিরোধী লেখা লিখেছে, যা খুব খারাপ ভাষায় লেখা হয়েছে। এ অভিযোগে তাকে প্রক্টরিয়াল টিমের মাধ্যমে থানায় সোপর্দ করা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, এক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের মাধ্যমে থানায় সোপর্দ করা হয়েছে। ওই শিক্ষার্থী ফেসবুকে উল্টা-পাল্টা লেখা লিখেছে। তবে কোনো মামলা করা হয়নি।

জেডএস/ ১০ আগস্ট ২০১৮