কোটা আন্দোলনের নেত্রী লুমার জামিন


টাইমস প্রতিবেদক | Published: 2018-08-28 01:11:44 BdST | Updated: 2024-05-02 22:40:10 BdST

তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক লুৎফুল নাহার সরকার লুমার (২১) জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুব্রত ঘোষ লুমার এ জামিন মঞ্জুর করেন।

এর আগে আদালতে আসামিপক্ষের আইনজীবী জায়েদুর রহমান জামিনের আবেদন করেন। শুনানি শেষে তা মঞ্জুর করেন আদালত। এর আগে চলতি মাসের ১৫ তারিখে সিরাজগঞ্জের বেলকুচি থেকে লুমাকে গ্রেফতার করে পুলিশ।

লুমার বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার বাঐখোলা গ্রামে। তার বাবার নাম আব্দুল কুদ্দুছ। তিনি সরকারি চাকরিতে নিয়োগের কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এবং ইডেন মহিলা কলেজের ছাত্রী।

গ্রেফতারের সময় পুলিশ জানায়, ওই তরুণীর বিরুদ্ধে রমনা থানায় তথ্য-প্রযুক্তি আইনে একটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন বেলকুচির ক্ষিদ্র চাপড়ির চরে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন।

এসজে/ ২৭ আগস্ট ২০১৮