১৩ লাখ টাকা ছিনতাইয়ে পাবনা ছাত্রলীগ সহ-সভাপতির বিরুদ্ধে চার্জশিট


টাইমস ডেস্ক | Published: 2020-05-26 01:51:24 BdST | Updated: 2024-04-29 19:36:32 BdST

পাবনার আতাইকুলা হাটে প্রকাশ্যে ব্যবসায়ীর নগদ ৫ লাখ ৮৫ হাজার টাকা ও চেকসহ ১৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিন মৃধাসহ ৬ জনের নামে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

রোববার (২৪ মে) রাতে আতাইকুলা থানার ওসি নাসিরুল আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

ওসি জানান, সাঁথিয়া উপজেলায় বৃহস্পতিপুর বাজারের ভুষি ব্যবসায়ী সিরাজুল ইসলামের ছেলে ইসা কর্মচারীকে সঙ্গে নিয়ে ১০ মে দুপুরে আতাইকুলা বাজার শাখা অগ্রণী ব্যাংকে টাকা জমা রাখতে আসেন। বাজার সংলগ্ন ব্রিজের ওপর থেকে ব্যবসায়ীকে মারপিট করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ব্যবসায়ী মুসার চিৎকারে স্থানীয়রা ধাওয়া করলে টাকার ব্যাগ ফেলে রেখে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

ব্যবসায়ী মুসা আতাইকুলা থানায় মৌখিক অভিযোগ করলে মুহূর্তেই আমরা অভিযান চালিয়ে থানার বৃহস্পতিপুর এলাকা থেকে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিন মৃধা ও তার ছোট ভাই রানা মৃধা ও মামা শিপনকে আটক করা হয়। পরে ধারালো অস্ত্রের আঘাতে আহত ব্যবসায়ীর ছেলে ইসাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের দেয়া মামলার ৬ আসামির নাম দিয়ে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক শরিফুল ইসলাম।

আতাইকুলা থানার ওসি নাসিরুল আলম জানান, ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার করা ছাত্রলীগ নেতা রুহুল আমীনের বিরুদ্ধে থানা একাধিক অভিযোগও রয়েছে।

এদিকে এ ঘটনার পরদিন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক রুহুল আমিনকে জেলা ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করেন।