মনোবল বাড়াতে পুলিশের ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের যোগব্যায়াম


টাইমস ডেস্ক | Published: 2020-06-08 15:58:30 BdST | Updated: 2024-04-29 16:37:34 BdST

করোনা পরিস্থিতিতে নিজেদের মনোবল বাড়াতে যোগব্যায়াম শুরু করেছে ঢাকা মহানগর পুলিশের ডিপ্লোমেটিক সিকিউরিটির ডিভিশন।

রোববার (০৭ জুন) ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের উপ-পুলিশ কমিশনার মো. আশরাফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে এই যোগব্যায়াম অনুশীলনের উদ্বোধন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিকিউরিটি ডিভিশনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) মুহিত কবির সেরনিয়াবাত, সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহা প্রমুখ। আয়োজনে পুলিশের ১৫০ জন সদস্য অংশ নেন।

এসি রাজন কুমার সাহা বলেন, জনগণকে অধিক সেবা, দেশ ও জাতির নিরাপত্তা ও কূটনীতিকদের নিরাপত্তার পাশাপাশি সার্বিক আইন শৃঙ্খলা রক্ষ সহ সবকাজে বাংলাদেশ পুলিশের সদস্যদের সুস্থ দেহ ও প্রশান্ত মন বজায় রাখার জন্য ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের এ আয়োজন।

তিনি জানান, পর্যায়ক্রমে প্রতিদিন নিরাপদ দূরত্ব বজায় রেখে ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের সকল সদস্য কে এই যোগব্যায়াম অনুশীলন করানো হবে। প্রতিদিন সকাল ৭ থেকে সাড়ে ৮টা পর্যন্ত চলবে এই যোগব্যায়াম অনুশীলন।