বিক্ষোভের মুখে আইইউটির উপাচার্যের পদত্যাগ


টাইমস প্রতিবেদক | Published: 2018-02-05 23:48:59 BdST | Updated: 2024-04-26 06:04:40 BdST

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের বিক্ষোভের ১৪ দিনের মাথায় পদত্যাগ করলেন উপাচার্য ড. মুনাজ আহমেদ নূর। সোমবার (০৫ ফেব্রুয়ারি) তিনি পদত্যাগ করেছেন।

অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) পরিচালিত আইইউটিতে গত ২৩ জানুয়ারি থেকে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হয়। শিক্ষার্থীরা ক্লাস বন্ধ করে বিক্ষোভ শুরু করে। তারা উপাচার্য মুনাজ আহমেদ নূরকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেয়নি। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আজ বেলা ১১টায় ওআইসি মহাসচিব বরাবর ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।

পদত্যাগের বিষয়টি ফোনে নিশ্চিত করেছেন ড. মুনাজ আহমেদ নূর। তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থীদের ভালোর জন্যই এই পদত্যাগ করেছি।’

এইচজে/ ০৫ ফেব্রুয়ারি ২০১৮