ঢাবির কলাভবন কমনরুম সংস্কারের উদ্যোগ ডাকসুর


ঢাবি টাইমস | Published: 2020-02-21 06:21:24 BdST | Updated: 2024-05-06 16:24:02 BdST

ডাকসুর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে অবস্থিত ছাত্রী কমনরুমের সংস্কার এবং নতুন ফার্নিচার সংযোজনের কাজ শুরু হয়েছে। এজন্য নিচতলার কমনরুম টি আগামী ৩০ দিন বন্ধ থাকবে। শিক্ষার্থীদের এজন্য চতুর্থতলার কমনরুম টি ব্যবহার করার জন্য  জানিয়েছে প্রশাসন।

এ প্রসঙ্গে ডাকসুর পক্ষ থেকে এই উদ্যোগের অন্যতম সমন্বয়কারী ডাকসুর সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য জানান, "কলাভবন শিক্ষার্থী বোনদের দীর্ঘদিনের দাবি ছিল তাদের জীর্ণ কমনরুম দুটি সংস্কার করে যেন নতুন ফার্নিচার দেয়া হয়। ডাকসুর পক্ষ থেকে গত নভেম্বর মাসে আমরা সেখানে পরিদর্শন করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে আহবান জানাই।

.

ডাকসুর কমনরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক লিপি আক্তার বলেন, "এখানে এক মাস বন্ধ থাকার কথা থাকলেও আশা করছি ২০ দিনের মধ্যে এটি খুলে দেয়া হবে। এই কয়েকদিন শিক্ষার্থী বোনদের চতুর্থ তলার কমনরুমটি ব্যবহার করার জন্য অনুরোধ করছি। এরপর আবার চতুর্থতলার কমনরুমের সংস্কারকাজ চলবে। তখন নিচতলার কমনরুম টি শিক্ষার্থীরা ব্যবহার করতে পারবে।"