'শিক্ষার্থীদের স্বার্থবিরোধী কোন সিদ্ধান্ত ডাকসু মেনে নেবে না'


ঢাবি টাইমস | Published: 2020-02-25 01:40:54 BdST | Updated: 2024-05-06 00:55:13 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সমুন্নত রাখতে সান্ধ্যকালীন কোর্সগুলো বন্ধ কিংবা যথাযথ সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেছেন ডাকসুর জিএস গোলাম রাব্বানী।

সোমবার ডাকসুর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান কে স্মারকলিপি প্রদান শেষে তিনি বলেন, ডাকসুর পক্ষ থেকে  নীতিগত সিদ্ধান্ত জানিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক মাননীয় উপাচার্য স্যারকে স্মারকলিপি প্রদান করেছি। আশা করছি, আজকের মিটিংয়ে এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে।

গোলাম রাব্বানী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন , আমরা স্পষ্ট বলতে চাই, শিক্ষার্থীদের স্বার্থবিরোধী কোন সিদ্ধান্ত ডাকসু মেনে নেবে না, প্রয়োজনে যেকোনো কঠিন পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হবে। এতে সান্ধ্যকালীন কোর্স ও সমন্বিত ভর্তি পরীক্ষা বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। একাডেমিক কাউন্সিল এর সভার সিদ্ধান্তের বিষয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।