সমন্বিত ভর্তি পরীক্ষায় না যাওয়ার সিদ্ধান্ত ঢাবির


ঢাবি টাইমস | Published: 2020-02-25 03:26:26 BdST | Updated: 2024-05-05 16:58:00 BdST

ইউনিভার্সিটি গ্রান্ড কমিশন-ইউজিসি কর্তৃক আয়োজিত সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের সভা।

সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আখতারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় ।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের (অ্যাকাডেমিক কাউন্সিল) সভায় এ সিদ্ধান্ত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির এক নেতা গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার বুয়েট ও পরদিন বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউজিসির কেন্দ্রীয় পরীক্ষায় না যাওয়ার সিদ্ধান্ত নেয়।

জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েরও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় যাওয়ার বিষয়ে তাদের অনাগ্রহের কথা জানিয়েছে।

ইউজিসি মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য শিক্ষার্থীদের জন্য তিনটি ভর্তি পরীক্ষা নেয়ার প্রস্তাব দেয়। শুরু থেকে এ নিয়ে অনাগ্রহ দেখিয়ে আসছিল বুয়েট এবং ৭৩ এর আদেশে চলা স্বায়ত্তশাসিত চার বিশ্ববিদ্যালয়। এর মধ্যে তিনটি ইতিমধ্যে আনুষ্ঠানিক ভাবে কেন্দ্রীয় পরীক্ষায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।