সমন্বিত ভর্তি পরীক্ষায় না যাওয়ার সিদ্ধান্ত রাবির


রাজশাহী | Published: 2020-02-25 04:55:02 BdST | Updated: 2024-05-06 00:46:30 BdST

ইউনিভার্সিটি গ্রান্ড কমিশন-ইউজিসি কর্তৃক আয়োজিত সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।

সোমবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এম আবদুস সোবহান সংবাদমাধ্যমকেে বিষয়টি জানান।

সভা শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান।

তিনি বলেন, সমন্বিত ভর্তি পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অংশ নেয়ার যে সিদ্ধান্ত দিয়েছিলাম তা আমাদের একাডেমিক কাউন্সিল নাখোশ করে দিয়েছে। ইউজিসিতে ভর্তি প্রক্রিয়া নিয়ে যে আলোচনা হয়েছিল তার সমস্ত কিছু এখানে আমি উপস্থাপন করেছি। এর ভিত্তিতে মতামত জানতে চেয়েছি। তখন দেখা গেলো সংখ্যাগরিষ্ঠ সদস্য ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের’ ভর্তি পরীক্ষার যে স্বতন্ত্র নিয়ম সে নিয়মেই ভর্তি পরীক্ষা নেয়ার পক্ষে মত দিয়েছেন।

এর আগে বুধবার ধবার বুয়েট ও পরদিন বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউজিসির কেন্দ্রীয় পরীক্ষায় না যাওয়ার সিদ্ধান্ত নেয়।

জাহাঙ্গীরনগরও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় যাওয়ার বিষয়ে তাদের অনাগ্রহের কথা জানিয়েছে।

ইউজিসি মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য শিক্ষার্থীদের জন্য তিনটি ভর্তি পরীক্ষা নেয়ার প্রস্তাব দেয়। শুরু থেকে এ নিয়ে অনাগ্রহ দেখিয়ে আসছিল বুয়েট এবং ৭৩ এর আদেশে চলা স্বায়ত্তশাসিত চার বিশ্ববিদ্যালয়। এর মধ্যে তিনটি ইতিমধ্যে আনুষ্ঠানিক ভাবে কেন্দ্রীয় পরীক্ষায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।