ঢাবি শিক্ষার্থীদের বিনামূল্যে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত বই দিচ্ছে ডাকসু


ঢাবি টাইমস | Published: 2020-02-25 06:35:12 BdST | Updated: 2024-05-05 15:39:51 BdST

"স্বাধীনতা সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়" বইটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আমরা প্রথমদিন বিনামূল্যে দিয়েছিলাম। স্টক সীমিত থাকায় ওইদিন অনেকেই সংগ্রহ করতে পারেনি। তাই শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে আগামীকাল আবার বিনামূল্য বই দিবে ডাকসু।

যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড প্রদর্শন করে বিনামূল্যে বইটি সংগ্রহ করতে পারবেন। যেহেতু বইটি ডাকসু থেকে শিক্ষার্থীদের টাকায় প্রকাশিত। আগামীকাল বিকাল ৪ টায় ডাকসু স্টল (স্টল নং ১০৪) থেকে সংগ্রহ করতে পারবেন। এই সুযোগটি শুধু আগামীকালের জন্য এবং স্টক শেষ হয়ে গেলে আগামীকালও ফিরে আসার মানসিকতা নিয়েই যেতে হবে!

তবে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন তাদের জন্য বইটির মূল্য ১৪০/-

"স্বাধীনতা সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়" বইটি আমাদের শিক্ষার্থীদের লেখার একটি অনন্য সংকলন। বইটির সংকলনে ও প্রকাশনায় সকল অনাকাঙ্খিত ত্রুটির জন্য আমরা দুঃখিত। আপনাদের মূল্যবান মতামতের ভিত্তিতে পরবর্তী সংকলন ত্রুটি মুক্ত হবে বলে আমরা আশা করি!

(যাদের লেখা প্রকাশিত হয়েছে তাদের জন্য ডাকসুর পক্ষ থেকে উপহার রয়েছে। আগামীকাল দুপুর ১২ টা থেকে বিকাল ৪ টার মধ্যে ডাকসু ভবন থেকে সংগ্রহ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি)

সর্বোপরি এই বই থেকে আপনারা ইতিহাসের কিছু বিষয় জানতে পারলে আমরা তৃপ্তি এবং আনন্দ বোধ করবো।

লেখক: সাদ বিন কাদের চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক -ডাকসু