ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দুই শিক্ষার্থীকে বহিস্কার


ঢাবি টাইমস | Published: 2020-02-25 06:40:26 BdST | Updated: 2024-05-06 00:10:39 BdST

গত ২২ ফেব্রæয়ারি ২০২০ শনিবার হাইকোর্ট সংলগ্ন রাস্তায় একজন ট্রাক ড্রাইভারকে মারধর ও চাঁদাবাজীর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু’জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বহিস্কৃতরা হলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী জোবায়ের আহম্মেদ শান্ত (শিক্ষাবর্ষ ২০১৭-১৮) এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী মোঃ আল আমিন (শিক্ষাবর্ষ ২০১৭-১৮)।

অভিযুক্ত এই দুই শিক্ষার্থীকে কেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হবেনা, সে মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং আগামী ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে লিখিত জবাব প্রদান করতে বলা হয়েছে।