১৫ জিবি ইন্টারনেট ডাটা পেলেন শাবির অসচ্ছল শিক্ষার্থীরা


টাইমস ডেস্ক | Published: 2020-08-18 19:56:09 BdST | Updated: 2024-05-17 09:21:35 BdST

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য অসচ্ছল ২ হাজার ২১৬ জন শিক্ষার্থীকে ১৫ জিবি করে ফ্রি ইন্টারনেট ডাটা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত রোববার বিকেলে এই ইন্টারনেট ডাটা প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন এবং মোবাইলে ডাটা পেয়েছেন এমন একাধিক শিক্ষার্থী এ তথ্য সমকালকে নিশ্চিত করেছেন।

করোনা প্রাদুর্ভাবের কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। গত মার্চের শেষ দিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অনলাইনে ক্লাস শুরুর আহবান জানায়। সেই আহ্বানে সাড়া দিয়ে শাবিতে গত এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে অনলাইন ক্লাস শুরু হয়েছে। প্রথম দিকে অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক হলেও পরে তা কমতে থাকে। অনলাইন ক্লাস অনেকের ওপর আর্থিক চাপ তৈরি করছে বলে অনেক শিক্ষার্থী উল্লেখ করেন। এ অবস্থায় শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ অসচ্ছল শিক্ষার্থীদের ইন্টারনেট প্রদানের ঘোষণা দেন। সেই ঘোষণা অনুযায়ী রোববার বিকেলে অসচ্ছল শিক্ষার্থীদের মোবাইলে ইন্টারনেট ডাটা পাঠানো হয়। শুধু গ্রামীণফোন সিমে এই ডাটা দেওয়া হয়েছে।

এ বিষয়ে শাবির বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের ছাত্র সোহানুর রহমান বলেন, করোনার সময়ে এমন উদ্যোগ শিক্ষার্থীদের জন্য প্রয়োজন ছিল৷ কিন্তু শুধু গ্রামীণফোন অপারেটরে এই সুবিধা দেওয়ায় অনেকেই বঞ্চিত হবে। কারণ অনেকে অন্য অপারেটরের সিম ব্যবহার করে।সেই শিক্ষার্থী এই সুযোগ পাচ্ছে না।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বলেন, অসচ্ছল শিক্ষার্থীদের জন্য একাডেমিক কাউন্সিলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রতি বিভাগ থেকে আমাদের কাছে যত শিক্ষার্থীর তালিকা দিয়েছে আমরা সবাইকে ১৫ জিবি করে ডাটা দিয়েছি।

এই ডাটা প্রদান ক্যাম্পাস না খোলা পর্যন্ত অব্যাহত থাকবে কি-না এমন প্রশ্নে তিনি বলেন, এটা একাডেমিক কাউন্সিল সিদ্ধান্ত নেবে।