বঙ্গবন্ধু ও নজরুল ভাস্কর্যে নবগঠিত কমিটির শ্রদ্ধাঞ্জলি


Aslam Begg | Published: 2024-03-31 23:17:26 BdST | Updated: 2024-05-04 14:15:35 BdST

জাতীয় কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নবগঠিত কমিটি বঙ্গবন্ধু ও নজরুল ভাস্কর্যে শ্রদ্ধা নিবেন করেছে।

রোববার দুপুরে নতুন কমিটির সভাপতি আল মাহমুদ কায়েস এবং সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রিয়েলের নেতৃত্ব নবগঠিত কমিটি বিশ্ববিদ্যালয় প্রবেশ করলে মিছিল-স্লোগানে মুখরিত হয়ে উঠে ক্যাম্পাস। ফুলেল শুভেচ্ছা জানিয়ে নতুন নেতৃত্বকে বরণ করে নেয় ক্যাম্পাসের নেতা-কর্মীর।

এরপর বিশ্ববিদ্যালয়ের মূল সড়ক প্রদক্ষিণ করে প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এরপর নজরুল ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করে।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাধারণ শিক্ষার্থী, নেতাকর্মী ও অনুসারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে একটি সুন্দর শিক্ষা বান্ধব ছাত্ররাজনীতি ও পড়ালেখার পরিবেশ নিশ্চিত করার কথা বলেন এবং সবশেষে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের নিয়ে ইফতারের আয়োজন সম্পন্ন করে।

এর আগে গত ২৮ মার্চ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৫২ সদস্যবিশিষ্ট নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর নবগঠিত কমিটির ধানমন্ডির ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন
করে এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু ওবায়দুল কাদেরের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের করে নবগঠিত কমিটি।