বুয়েটে ছাত্ররাজনীতি চালু করতে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মানববন্ধন


Aslam Begg | Published: 2024-04-02 15:52:15 BdST | Updated: 2024-05-04 13:33:24 BdST

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নিয়মতানন্ত্রিক ছাত্র রাজনীতি চালু করার দাবিতে মানববন্ধন করেছে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাকর্মীরা।

মঙ্গলবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আল-মাহমুদ কায়েস ও সাধারণ সম্পাদক মো: রাশেদুল ইসলাম রিয়েল সরকারের নেতৃত্ব জয়বাংলা চত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

এই সময় ছাত্রলীগের দুই শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধন ছাত্রলীগ নেতারা বলেন, ছাত্ররাজনীতি শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার। বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি চালু এবং বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাব্বি কে হলে সিট ফিরিয়ে দিতে হবে। এছাড়াও স্বাধীনতা দিবস উদযাপনে বাধা দানকারী শিক্ষার্থীদের বিচারের দাবি জানায় তারা।

উল্লেখ্য, গত বুধবার (২৭ মার্চ) মধ্যরাতে ছাত্রলীগের শীর্ষ নেতাকর্মীসহ বহিরাগতদের প্রবেশের প্রতিবাদে আন্দোলন-বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এতে ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত পুরকৌশল বিভাগের ছাত্র ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেনের হলের সিট বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর থেকে বুয়েটে ছাত্ররাজনীতিতে চালু ও ইমতিয়াজকে হলে সিট ফিরিয়ে দেওয়ার দাবিতে পাল্ট কর্মসূচি দেওয়া ছাত্রলীগের পক্ষ থেকে।